গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো- ঢাকা ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, ইন্টান্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বাংলাদেশ ল্যাম্পস, স্ট্যান্ডার্ড ব্যাংক, আরগন ডেনিমস, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।ঢাকা ব্যাংকপুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছ। সমাপ্ত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৬৯ পয়সা। ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৩ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।নিটল ইন্সুরেন্সবীমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ৬১ পয়সা। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল।স্কয়ার টেক্সটাইলবস্ত্র খাতের প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ৬৬ পয়সা। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৬ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০মে।ইন্টারন্যাশনাল লিজিংআর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা ৭ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।বাংলাদেশ ল্যাম্পসপ্রকৌশল খাতের বাংলাদেশ ল্যাম্পস ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ইপিএস করেছে ২ টাকা ১২ পয়সা। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৫ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল।স্ট্যান্ডার্ড ব্যাংকব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক সমাপ্ত বছরে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ১৩ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল।আরগন ডেনিমসবস্ত্র খাতের প্রতিষ্ঠান আরগন ডেনিমস ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম)৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল। সমাপ্ত অর্থবছরের শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪৭ পয়সা।ন্যাশনাল হাউজিংআর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৯৭ পয়সা। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারিণ করা হয়েছে ১৫ এপ্রিল।এসআই/বিএ/এমএস