দেশজুড়ে

ভাঙ্গায় ২৫ জনের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পূর্বসদরর্দী নামক স্থানে বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন জাগো নিউজকে জানান, এএসআই মুমিনুর রহমান বাদী হয়ে সোনারতরী পরিবহনের ড্রাইভারকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। মামলা নং-১০/০৯-০৪-১৫। ২৭৯/৩০৪ এর খ ধারায় এ মামলাটি রুজু করা হয়।এদিকে, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের বেশির ভাগ চিকিৎসা নিয়ে চলে গেলেও বর্তমানে আহত পাঁচ বাসযাত্রী চিকিৎধীন রয়েছেন। এমজেড/বিএ/এমএস