রাজনীতি

জিয়ার মাজারে কাদের সিদ্দিকী

সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুক্রবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে যান কাদের সিদ্দিকী। এসময় তার সঙ্গে স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, কাদের সিদ্দিকী জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। কিছু সময় তিনি মাজারে কাটিয়ে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার মাজার জিয়ারত করেন। এর আগে বনানীতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় নিহত জাতীয় নেতাদের কবরও জিয়ারত করেন কাদের সিদ্দিকী।উল্লেখ্য, গত ৮ এপ্রিল কাদের সিদ্দিকী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরও জিয়ারত করেন। সেখানে তিনি একদিন অবস্থান করে ঢাকায় ফিরেই জিয়াউর রহমানের মাজর জিয়ারত করলেন।কবর জিয়ারতের সময় কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, আব্দুস সালাম, মাহবুবুর রহমান পারভেজ, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বীপ, শাহীনুর রহমান আলম, যুবনেতা আতিকুল ইসলাম সাদেক প্রমুখ।এএইচ/বিএ/পিআর