ঝিনাইদহে দীর্ঘ ৬ বছর পর জেলা যুবদলের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় স্থানীয় কে. আহমেদ পৌর কমিউনিটি সেন্টারে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি মশিউর রহমান।এতে যুবদলের সভাপতি হিসেবে আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন ও সাংগঠনিক সম্পাদক হিসাবে মীর ফজলে এলাহীর নাম ঘোষণা করা হয়।কর্মীসভায় জেলা বিএনপি, যুবদল ও তার অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ জেলার ৬ উপজেলা থেকে কাউন্সিলরবৃন্দ অংশগ্রহণ করেন।কর্মীসভায় প্রধান অতিথি মশিউর রহমান আশা প্রকাশ করেন, যুবদলের নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রামে খালেদা জিয়ার হাত আরও বেশি শক্তিশালী হবে।আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর