এবার জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বাবু নামে এক যুবক। সোমবার রক্তাক্ত অবস্থায় শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। এ ব্যাপারে মতলব উত্তর থানায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। শিশুর বাবা আ. ছাত্তার জাগো নিউজকে জানান, তিনি পিঠা বিক্রি করে সংসার চালান। ঘটনার দিন স্ত্রী ও অন্যান্য সন্তানদের নিয়ে নারায়ণগঞ্জের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই সময় তার শিশু মেয়েকে ঘরে রেখে যান। পরে রাতে বাড়ি ফিরে মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে না জাগিয়ে তারাও ঘুমিয়ে যান। সকালে শিশুটি ঘুম থেকে না উঠায় তাকে জাগাতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এ সময় শিশুটির বাবা কান্নায় ভেঙে পড়েন। পরে শিশুটি তার বাবাকে জানায়, পাশের বাড়ির পাঠানচকের খোরশেদের ছেলে বাবু (২০) মোবাইলে চার্জ দিতে এসে ঘরে ঢুকে। বাবু তাকে জুস খেতে দেয়। এরপর শিশুটি ঘুমিয়ে পড়লে এ ঘটনা ঘটে।মতলব উত্তর হাসপাতালের ডা. কামরুন নাহার জাগো নিউজকে বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়ার জন্য শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জাগো নিউজকে বলেন, শিশুটির বাবা মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করে অাইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইকরাম চৌধুরী/এএম/জেআইএম