সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আরাফাত হোসেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী হিসেবে উড়োজাহাজ প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা পেয়েছেন ৩২ হাজার ২০০ ভোট।তবে নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী অংশগ্রহণ করেননি। যার কারণে এক দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল নির্বাচনী আমেজ।জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নির্বাচনে আরাফাত হোসেন জয়লাভ করেছেন।আকরামুল ইসলাম/এএম/পিআর