রাজনীতি

১৪ দলের বৈঠকেও সমালোচনার মুখে মুহিত-শাজাহান

১৪ দলের বৈঠকেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সমালোচনা করেছেন নেতারা। তারা বলেন, দলের নেতারা যদি দলের অবস্থান না বোঝেন সেটা খুব দুঃখজনক।এছাড়া সরকারের মন্ত্রী যদি সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেন তাহলে বিরোধীপক্ষ সুযোগ নিতে পারে। ভবিষ্যতে দলের বিপক্ষে অবস্থান না নেয়ার বিষয়ে সতর্ক থাকতে নেতারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।  নেতারা জানান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ড. ইউনূসের প্রশংসা করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা হয় বৈঠকে। নাছিম বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য দলের অবস্থানের বিরোধী। তার সংযত হওয়া দরকার। যে ইউনূসকে নিয়ে এত কথা, যে ইউনূস পদ্মা সেতুর অর্থায়নের বিপক্ষে কাজ করেছেন তার প্রশংসা কেমন করে করেন অর্থমন্ত্রী?গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শ্রমিক ধর্মঘটের নামে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার জন্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের কঠোর সমালোচনা করেন বৈঠকে।তিনি বলেন, ‘সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর ডাকা ধর্মঘট শত্রুপক্ষের সুযোগ তৈরি করে দেবে। এ ধরনের কর্মকাণ্ড যেকোনো সময় দলের ও সরকারের জন্য বড় ক্ষতি ডেকে আনতে পারে। এ ধরনের কর্মকাণ্ড থেকে মন্ত্রীকে বিরত থাকতে হবে।’ এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেছি।’সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।এফএইচএস/ওআর/পিআর