লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজাণ্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ ৫০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ব্যবসায়ীরা জানান, প্রথমে একটি দোকানে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে তা দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি, লক্ষ্মীপুর ও নোয়াখালীর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সোয়া দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের প্রায় ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।এ ব্যাপারে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডে ৫০ থেকে ৬০টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে, এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমজেড/এমএস