রাজনীতি

নির্বাচনকালীন আব্বাসের জামিন দাবি বিএনপির

সিটি কর্পোরেশন নির্বাচনের সময়ে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের জামিন দাবি করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তবে আব্বাস দোষী সাব্যস্ত হলে নির্বাচনের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।শনিবার দুপুর ১২ টায় নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবির কথা জানান।তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সুযোগ হরণ করার অধিকার সরকারের নেই। অথচ সরকার পরিকল্পিতভাবে মামলা দিচ্ছে, যাতে প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে না পারে।রাজনৈতিক উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে এসব মামলা দেয়া হচ্ছে দাবি করে তিনি বলেন, এই ধারা অব্যাহত রাখলে গণতন্ত্র আরো ক্ষতিগ্রস্থ হবে। মির্জা আব্বাসের পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।অনেক আগেই সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, খামখেয়ালী করে ঢাকাকে বিভক্ত করা হয়েছে। অথচ পৃথিবীর কোন রাজধানী বিভক্ত নয়। নির্বাচনী লড়াইকে বিএনপি ভয় পায় না। স্থানীয় নির্বাচনে ব্যপক সাফল্য অর্জন করেছি। সর্বশেষ সিটিতে আমরা জয়লাভ করেছি।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান রাজনৈতিক দলের অফিস বন্ধ করা যায় না। ১০২ দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রাখা এই সরকারের পক্ষেই সম্ভব।প্রতীক বরাদ্ধে অনিয়ম হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপির প্রার্থীদেরকে স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হচ্ছে না।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার ও এডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।এমএম/এআরএস/এমএস