দেশজুড়ে

শিগগিরই আশুগঞ্জ কন্টেইনার টার্মিনালের জমি অধিগ্রহণ

শিগগিরই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের জন্য জমি অধিগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ`র অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ভারতীয় তিন সদস্যের এক প্রতিনিধি দলসহ প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে, যেন তাড়াতাড়ি এই প্রকল্পটির অর্থ ছাড় দেয়া যায়। পাশাপাশি বর্তমান যায়গার মূল্য বিবেচনা করে অর্থ ছাড় দেয়া প্রয়োজন তাই কিছুটা সময় লাগছে। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক ডিএম মজুমদার, বিআইডব্লিউটএ`র প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী সাজিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামসুল হক, ডব্লিএপিসিইউএস`র প্রধান প্রকৌশলী জিতেন্দার কুমার এর নেতৃত্বে তিন সদসস্যের ভারতীয় প্রতিনিধি দল, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল কায়ছার প্রমুখ।আজিজুল সঞ্চয়/এআরএ/জেআইএম