দেশজুড়ে

সেই শিশুকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিতপুর গ্রামে ৮ বছর বয়সী ২য় শ্রেণির ধর্ষিত স্কুলছাত্রীকে দেখতে হাসপাতালে গেলেন পুলিশ সুপার শামসুন্নাহার। মঙ্গলবার সকালে ওই শিশুটিকে দেখতে হাসপাতালে যান তিনি। এ সময় ঘটনায় জড়িত ধর্ষক বাবুকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন তিনি।এ সময় পুলিশ সুপার শামসুন্নাহার জাগো নিউজকে বলেন, এ ধরনের ঘটনায় কোনো ছাড় নেই। ধর্ষককে শাস্তি পেতেই হবে। এর আগে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের ওই শিশুকে ধর্ষণ করে বাবু নামের এক যুবক।গতকাল সোমবার রক্তাক্ত অবস্থায় শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মতলব উত্তর থানায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।শিশুর বাবা আ. ছাত্তার জাগো নিউজকে জানান, তিনি পিঠা বিক্রি করে সংসার চালান। ঘটনার দিন স্ত্রী ও অন্যান্য সন্তানদের নিয়ে নারায়ণগঞ্জের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই সময় তার শিশু মেয়েকে ঘরে রেখে যান।এদিকে, শাহরাস্তিতে উপজেলায় সোমবার রাতে যুবক কর্তৃক সপ্তম শ্রেণির আরেক ছাত্রী ধর্ষিত হয়েছে। এলাকাবাসী ধর্ষক সিহাবকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে শাহরাস্তি থানায় মামলা হয়েছে। ইকরাম চৌধুরী/এএম/এমএস