দেশজুড়ে

বিএনপির পরাজিত প্রার্থীর বাড়িতে আ.লীগের জয়ী প্রার্থী

পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত পরাজিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন আকনের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থী দেলোয়ার হোসেন। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার গন্ডাদুল এলাকায় বিএনপির প্রার্থীর গ্রামের বাড়িতে একে অপরকে ফুল দিয়ে বরণ ও মিষ্টি খাইয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। নিজেদের মধ্যে আলোচনার একপর্যায় দেলোয়ার ও জাহাঙ্গীর একে অপরকে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ভুলে আমরা সবাই এলাকার উন্নয়নে কাজ করবো। নির্বাচন পরবর্তী কোনো প্রকার সহিংসতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বিএনপির ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা আওয়ামী লীগের মামলা তুলে নেয়ার আশ্বাস দিয়েছেন বিজয়ী দেলোয়ার।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে সামসুদ্দিন আবু মিয়া, রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান, চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান প্রমুখ। গতকাল সোমবার (০৬ মার্চ) উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন বিজয়ী হয়।মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি