দেশজুড়ে

শেখ হাসিনার বহরে হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ মামলার বাদী মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন আদালতে সাক্ষ্য দেন। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাফিজুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে মামলার বাদী ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা থেকে যশোর যাওয়ার সময় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলারর বর্ণনা দেন।জজকোর্টের পিপি অ্যাড. ওসমান গণি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যে মামলার বাদী মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন আদালতে জবানবন্দি দিয়েছেন। আগামী ১৪ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।উল্লেখ্য, কলারোয়ার হিজলদির এক মুক্তিযোদ্ধাপত্নী ধর্ষিত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হলে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা তাকে সাতক্ষীরায় দেখতে যান। মুক্তিযোদ্ধাপত্নীর চিকিৎসার খোঁজখবর শেষে হাসপাতাল থেকে গাড়িবহর নিয়ে কলারোয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে হামলার মুখে পড়ে।আকরামুল ইসলাম/এএম/এমএস