রাজনীতি

প্রাণভিক্ষা নিয়ে সময় নষ্ট করা হয়েছে : সুরঞ্জিত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, কামারুজ্জামানের প্রাণভিক্ষা নিয়ে অযথাই সময় নষ্ট করা হয়েছে। শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সুরঞ্জিত বলেন, ৪৩ বছরে যাদের ক্ষমা চাওয়ার রিজনেবল টাইম হয় নাই, তারা তিন দিনে কী ক্ষমা ভিক্ষা করবে? যার ৪৩ বছরে সময় হয় না, তার ৪৩ মিনিটে হবে না, এমনকি ৪৩ হাজার বছরেও হবে না।তিনি আরো বলেন, আমি মনে করি, এটা অপরাধীকে বাঁচিয়ে রাখারই একটি উপায় আর কি।দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়ে সুরঞ্জিত বলেন, অবিলম্বে রায় কার্যকর করে জাতীকে পাপমোচন করা হোক।এএইচ/একে/আরআই