খেলাধুলা

পাকিস্তান সফর করবে না ভারত : পিসিবি চেয়ারম্যান

নিরাপত্তাজনিত কারণে খুব শিগগিরই পাকিস্তান সফরে যাবে না ভারতীয় ক্রিকেট দল। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। শাহরিয়ার বলেন, তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতীয় দল সিরিজ খেলতে পাকিস্তান আসবে না। এমনকি আমাদের বিপক্ষে তারা দুবাইতে একটি সিরিজ খেলতে রাজি হলে সেটাও অনেক বড় কিছু হবে।তিনি আরও বলেন, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর অনেক দরজাই খুলে যাচ্ছে এবং আমরা দেখব খুব শিগগিরই টেস্ট খেলুড়ে কোনো দেশ পাকিস্তান সফর করছে। এই মুহুর্তে খেলোয়াড়দের ফিটনেসের ওপড় নজর দেয়াটাই প্রধান বিষয় বলেও উল্লেখ করেন পিসিবি চেয়ারম্যান।তিনি বলেন, কেবলমাত্র ফিট খেলোয়াড়রাই পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে। আমরা দলে তরুণ খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছি, তবে উন্নতি করতে তাদের সহায়তা দেয়ার জন্য সিনিয়ররাও রয়েছে।  এমআর/একে/আরআইপি