আন্তর্জাতিক

ফ্রান্স থেকে যুদ্ধবিমান কেনায় হুঁশিয়ারি স্বামীর

ফ্রান্স থেকে ৩৬টি রাফালে যুদ্ধ বিমান কেনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য সুব্রমনিয়াম স্বামী।শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, পরিকাঠামো, পরমাণু চুল্লি নির্মাণ, স্মার্ট সিটি ও পর্যটনসহ মোট ১৭টি চুক্তি স্বাক্ষর হয়েছে দু’দেশের মধ্যে। চুক্তি স্বাক্ষরের পর পরই তিনি এ ধরনের হুঁশিয়ারি দিয়েছেন।তার দাবি, ‘রাফালে জেট যুদ্ধ বিমানে প্রযুক্তিগত ত্রুটি আছে। তাছাড়া জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে এটি কম উপযোগী বিমান। সেজন্য কোনো দেশই এই বিমান কিনতে চায়নি। বেশ কয়েকটি দেশ রাফালে নির্মাণকারী সংস্থার সঙ্গে চুক্তি করে তা বাতিল করেছে। প্রধানমন্ত্রী যদি রাফালে কেনার চুক্তিতে পদক্ষেপ নেন, তাহলে জনস্বার্থ পিটিশন দায়ের করে আইনি ব্যবস্থার দিকে যাওয়া হবে।’যদিও স্বামীর এ ধরনের দাবি এবং হুঁশিয়ারি সত্ত্বেও ভারতের অনুরোধে ৩৬টি রাফালে যুদ্ধ বিমান দিতে রাজি হয়েছে ফ্রান্স। দু’দেশের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপও নেয়া হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে বিজেপি’র বিতর্কিত নেতা সুব্রমনিয়াম স্বামী কী পদক্ষেপ নেন।এসএস/একে/আরআই