প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়নের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এসএস/একে/আরআইপি