মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়কে কেন্দ্র করে রাজধানীতে যেন কেউ কোনো ধরনের নাশকতা করতে না পারে সে জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম। একই সঙ্গে তিনি এ নিয়ে নগরবাসীর উদ্বিগ্ন না হতেও আহ্বান জানিয়েছেন।শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘শুধু কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করেই নয়, বিএনপি-জামায়াতের কথিত অবরোধ, আসন্ন পহেলা বৈশাখ, ডিসিসি নির্বাচন নিয়েও যুক্ত নিরাপত্তা পরিকল্পনা রয়েছে ডিএমপির।’তার মতে, মহানগর পুলিশ নগরবাসীর নিরাপত্তা দিতে যা যা করা দরকার সবই করবে।জেইউ/আরএস/আরআই