দেশজুড়ে

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চাচা ভাতিজা নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বকুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক ছেলে মাজেদুর রহমান (৪২) ও তার ভাতিজা সাজ্জাদ হোসেন (২৫)। মাজেদুর রহমানের বাড়ি চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ওবাইদুর রহমানের ছেলে। সাজ্জাদ হোসেনও একই গ্রামের আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় নিহত মাজেদুর রহমানের বড় ভাই মুনসের আলী (৪৫) আহত হয়ে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে।ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী দেখে মাজেদুর রহমান ও তার বড় ভাই মুনসের আলী এবং ভাতিজা সাজ্জাদ হোসেন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল।পথিমধ্যে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার কাউগাঁ মোড়ের অদূরে বকুলতলা স্থানে পিছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এসময় দিনাজপুর গামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয় তারা। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাজেদুর রহমান মারা যায়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ভাতিজা সাজ্জাদ হোসেন মারা যায়। আহতাবস্থায় মুনসের আলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের এসআই বিশ্বনাথ দাস গুপ্ত সড়ক দুর্ঘটনায় দু’জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এমএএস/আরআই