খেলাধুলা

ব্যাঙ্গালুরু’র বিপক্ষে মাঠে নামছে সাকিবের কলকাতা

আইপিএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ (শনিবার) মাঠে নামছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কলকাতার ইডেন গার্ডেনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।আসরের প্রথম ম্যাচে ফেবারিট মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে শাহরুখ খানের কেকেআর। ঘরের মাটিতে তাই এই ম্যাচেও দর্শক-সমর্থকদের আরোও একবার উল্লাসে মাতাতে চায় গম্ভীর-সাকিবরা। তবে সে হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গেলুরুকেও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট।এদিনও কলকাতার হয়ে মাঠে নামবেন আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পাওয়া সাকিব আল হাসান। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে কেকেআর।প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে ৪৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেছিলেন সাকিব।এমআর/একে/আরআই