দেশজুড়ে

সাতক্ষীরায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালগাতা ইউনিয়নের সিংগা বাজার এলাকায় ট্রাকচাপায় স্কুলছাত্র সাব্বির হোসেন (১১) নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্র সাব্বির হোসেন কলারোয়া উপজেলার দরবাশা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, ঘটনাস্থলেই স্কুলছাত্র সাব্বির হোসেনের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও ড্রাইভার আব্দুল গফুরকে আটক করা হয়েছে।আকরামুল ইসলাম/এফএ/আরআইপি