মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায় নিয়ে জাতিসংঘসহ একাধিক বৈশ্বিক জোট যে উদ্বেগ প্রকাশ করেছে তার জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার বিকেলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান।শহীদুল হক বলেন, এই ধরনের উদ্বেগ বা অনুরোধ থাকলে তার জবাব দেওয়া হয়। এক্ষেত্রেও জবাব দেওয়া হয়েছে। জবাবে বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।জবাবে কি বলা হয়েছে, জানতে চাইলে শহীদুল হক বলেন, পরিস্থিতির সঙ্গে এই রায় সঙ্গতিপূর্ণ বলে বার্তা দেওয়া হয়েছে। এর আগে জাতিসংঘ, ইইউসহ বিভিন্ন বৈশ্বিক জোট অপরাধের সাজা হিসেবে মৃত্যুদণ্ডকে সমালোচনা করে এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য সরকারকে অনুরোধ জানায়।এএইচ/একে/আরআই