পটুয়াখালীর গলাচিপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টায় উপজেলার পূর্ব বাজার হোন্ডাস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন উপজেলা ছাত্রলীগের কর্মী শাকিল, সুভঙ্কর এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের স্বজনরা জানান, বনভোজন থেকে আসার পথে হুজুর রুবেল, আরিফ খলিফা, বাপ্পি, ছাবেরের সঙ্গে শাকিল, সুভঙ্কর ও নাইমের কথা কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্র দিয়ে আরিফ খলিফা, হুজুর রুবেল, বাপ্পি, ছাবেরের নেতৃত্বে বিশ থেকে পঁচিশজনের একটি দল ওই তিনজনের উপর হামলা চালায়।এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরিদ আহসান কচি বলেন, ঘটনা শুনেছি। আহতদের চিকিৎসার জন্য পাঠানা হয়েছে। ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেহ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, বনভোজনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ