জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় হোসেন আলী (২৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত হোসেন পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর মুন্নাপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ফরিদ হোসেন জানান, বিকেলে পুরানাপৈল বাজার থেকে মাটিভর্তি ট্রাক্টরটি গতনশহরের দিকে যাওয়ার সময় বাইসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরটি আটক করাসহ মামলার প্রস্তুতি চলছে।রাশেদুজ্জামান/এআরএ/জেআইএম