দেশজুড়ে

বিয়ে বাড়িতে হামলা, নারীসহ আহত ১৫

বাগেরহাটের চিতলমারীতে পূর্ব বিরোধের জের ধরে বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে হামলা চালিয়ে নারীসহ অন্তত ১৫ জনকে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ। এ সময় তারা বসত বাড়ি, বিয়ের প্যান্ডেল ভাঙচুর করে। আহতদের উদ্ধার করে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের শেখ ইদ্রিস আলী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছে,  উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের শেখ ইদ্রিস আলী (৬০), মছিরন নেছা (৪০), রফিক শেখ (৩৫), ইয়াহিয়া শেখ (৩৫), বিলকিস বেগম (২৮), জাহিদ শেখ (২০), আশরাফ শেখ (৫০) ও সুলতানা পারভিন (৫০) । আহতরা সকলেই  ইদ্রিস শেখের আত্মীয়।ইদ্রিস শেখ অভিযোগ করেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তার কন্যা সুফনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে ছেলে পক্ষের লোকজন গায়ে হলুদ দিতে তার বাসায় আসার কথা ছিল। কিন্তু তার আগে দুপুর ১টার দিকে বড়বাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহাগ শেখের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লোহার রড, লাঠিসোটা নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়।আক্রমণকারীদের হামালায় তার আত্মীয় স্বজনদের অন্তত ১৫ জন আহত হয়। পরে তারা বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল ঘরবাড়ি ভাঙচুর করে এবং অতিথিদের জন্য রান্না করা খাবার ফেলে দেয়।চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ইদ্রিস শেখের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য সোহাগের বিরোধ রয়েছে। সেই পূর্ব বিরোধের জের ধরে ইদ্রিস শেখের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের চিতলমারী হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সংঘাত এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শওকত আলী বাবু/এএম/জেআইএম