ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দর পতনের শীর্ষে উঠে এসেছে বীমা খাতের প্রতিষ্ঠান নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি। এ দিন প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১০ দশমিক ৩৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, গত কার্যদিবস বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৮ টাকা ৪০ পয়সা। সোমবার লেনদেন শেষে কমে দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সা।দর পতনের শীর্ষে থাকা অন্য ৯ প্রতিষ্ঠান হলো : শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ, মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং ৮ দশমিক ১০ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৭ দশমিক ৬৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ৬ দশমিক ৯৮ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ৬ দশমিক ৬৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স ৬ দশমিক ২১ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ দশমিক ৫৬ শতাংশ, কাসেম ড্রাইসেল ৫ দশমিক ৪৮ শতাংশ।এসআই/বিএ/আরআইপি