জাতীয়

শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি, জিডি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মোবাইল ফোনে এসএমএস (ক্ষুদে বার্তা) পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, দুই-তিন দিন আগে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে শিক্ষামন্ত্রীকে এ হুমকি দেওয়া হয়। ওই এসএমএসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়াসহ কয়েকটি অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার হুমকি দেওয়া হয় এসএমএসে।রমনা থানার ডিউটি অফিসার (এসআই) এমদাদ জিডির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এসএমএসে শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় তারা একান্ত সচিব রঞ্জন বাড়ৈ গত ৯ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির নম্বর ৮১৭। ঢাকা মহানগর গয়েন্দা পুলিশ জিডির ঘটনায় তদন্ত শুরু করেছে।উল্লেখ্য, চোখের অপারেশনের পর শিক্ষামন্ত্রী বর্তমানে রাজধানীর হেয়ার রোডের বাসায় অবস্থান করছেন।জেইউ/এএইচ/একে/আরআই