প্রতিদিনের মত মাছ কিনতে যাচ্ছিল স্বপন প্রামানিক (২৮)। মুলাডুলি হাট থেকে মাছ কিনে সাইকেলে করে গ্রামে সারাদিন সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে সে। কিন্তু শুক্রবারই ছিল তার জীবনের শেষ দিন।দাশুড়িয়া-মুলাডুলি সড়কের শেখপাড়া নামক স্থানে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত স্বপনকে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মুলাডুলি সৌরভ ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুই সন্তানের জনক স্বপন প্রামানিকের সংসার চালানোর মত আর কেউ নেই।এ ব্যাপারে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর