দেশজুড়ে

দুর্নীতিবিরোধী মানববন্ধনে এসে অসুস্থ ৩ শিক্ষার্থী

দুর্নীতিবিরোধী মানববন্ধন ও শপথগ্রহণ চলাকালে সিরাজগঞ্জে ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এরা হলো, সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বর্ষা (১২), ৮ম শ্রেণির ছাত্রী বিউটি খাতুন (১৩), রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী কান্তা (১২)। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন আকাশ জানান, সকাল থেকে না খেয়ে থাকায় তারা অসুস্থ হয়ে পড়েছে। এতে ভয়ের কিছু নেই। খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।অসুস্থ ছাত্রীদের অভিভাবক মোছা. মলি বেগম ও আয়শা পারভীন জানান, শুক্রবার সকালে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকাল ৭টায় চলে যায় ছাত্র-ছাত্রীরা। শপথগ্রহণ শেষে বেলা ১১টায় তীব্র রোদের মধ্যে মানববন্ধন চলাকালে বেশ কয়েকজন স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর ৩ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা কমিটির সহযোগিতায় এই মানববন্ধন ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর