দেশজুড়ে

ঝিনাইদহে অস্ত্রসহ যুবক আটক

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আকতার হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।শুক্রবার ভোর রাতে কালিগঞ্জ উপজেলার বারোবাজার রেললাইনের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক আকতার হোসেন ওই উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইছাহক আলীর ছেলে।ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইনের পাশে নাশকতা চালানোর জন্য আকতার হোসেন ওই এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। আকতার হোসেন ওই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানায় পুলিশ।আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস