দেশজুড়ে

জাজিরা বিএনপি সভাপতির মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজের তিনদিন পর শরীয়তপুরের জাজিরা উপজেলা বিএনপির সভাপতি শিকদার ইকবাল মাহমুদের মরদেহ  উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শিকদার ইকবাল মাহমুদ গত বুধবার বিকেলে ঢাকা থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা হন। পরে তিনি পদ্মা নদী পার হওয়ার জন্য মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আবদুল হালিমের স্পিডবোটে করে শরীয়তপুরের মাঝিরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি ২০ জন যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায়। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও জাজিরা উপজেলা বিএনপির সভাপতি শিকদার ইকবাল মাহমুদ ও দুই নারী নিখোঁজ থাকেন। দুর্ঘটনায় আহত লাবীব (১১) নামের এক শিশু  মারা যায়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লৌহজং টার্নিং পয়েন্ট থেকে বাকেলা (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ ও কোস্টগার্ড।  তিনদিন নিখোঁজ থাকার পর শুক্রবার দুপুর ২টার দিকে শিকদার ইকবাল মাহমুদের মরদেহ মুন্সিগঞ্জের শিমুলিয়া এলাকায় দেখতে পান স্থানীয়রা। পরে কোস্টগার্ড মরদেহটি উদ্ধার করে। জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গত বুধবার মাওয়ায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত জাজিরা উপজেলা বিএনপির সভাপতির মরদেহ শুক্রবার দুপুরে শিমুলিয়া এলাকায় পাওয়া গেছে বলে শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।ছগির হোসেন/আরএআর/এমএস