পটুয়াখালী পৌর শহরের ৬নং ওয়ার্ডে চরপাড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রুবেল হাওলাদারকে (২৮) ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুবেলের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পৌর শহরের ৬নং ওয়ার্ডের চরপাড় এলাকার মন্নান বাবুচির ছেলে রুবেল। রুবেল একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতির চলছে বলে জানান তিনি। মহিব্বুল্লাহ চৌধুরী/জেএইচ