কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুলতানা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।শনিবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালের অদূরে এ দুর্ঘটনা ঘটে।নিহত সুলতানা খাতুন শহরের গাইটাল জনতাবাজার এলাকার মৃত ইউসুফ খন্দকারের স্ত্রী।কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী সুলতানা ছিটকে রাস্তায় পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নূর মোহাম্মদ/আরএআর/আরআইপি