দেশজুড়ে

৪ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

চারদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।এই প্রথমবারের মতো হাওরের তিনটি উপজেলায় রাতযাপন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার সফরকে ঘিরে হাওরাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।১২ মার্চ রোববার দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মিঠামইন পৌঁছাবেন রাষ্ট্রপতি। জেলা পরিষদ ডাকবাংলোয় বিশ্রাম শেষে বেলা ২টা পর্যন্ত মিঠামইন উপজেলার নবনির্মিত বিভিন্ন ভবন ও স্থাপনা উদ্বোধন করবেন তিনি। এরপর সুধী সমাবেশে যোগ দেবেন। এ দিন মিঠামইনের কামালপুর গ্রামে নিজের বাড়িতে রাতযাপন করবেন রাষ্ট্রপতি।১৩ মার্চ দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ইটনা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ ও মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন করবেন তিনি। এরপর নিজের নামে প্রতিষ্ঠিত সরকারি আবদুল হামিদ কলেজের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।১৪ মার্চ জেলার অষ্টগ্রামে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুপুর ১২টা ৫০ মিনিটে অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। পরে সুধী সমাবেশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। রাতযাপন করবেন অষ্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয়।সফরের শেষ দিন ১৫ মার্চ অষ্টগ্রাম উপজেলার সড়ক ও অন্যান্য উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।   নূর মোহাম্মদ/আরএআর/জেআইএম