দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী কমলপুর বাজার থেকে র্যাবের ভুয়া মেজরকে আটক করেছে র্যাব-১৩-এর সদস্যরা।আটক ভুয়া মেজরের নাম আশিকুল ইসলাস আশিক (২৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মো. মোসলেন উদ্দিনের ছেলে।র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাকিব জানান, আশিকুল ইসলাস আশিক বেশ কিছুদিন ধরে নিজেকে র্যাবের মেজর সিফাত ও দুদকের উপ-পরিচালক গোলাম মর্তূজা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল। শনিবার দুপুরে কমলপুর বাজারে তিনি নিজেকে র্যাবের মেজর সিফাত বলে পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে হাতে নাতে আটক করা হয়।দিনাজপুর র্যাব ক্যাম্পের এএসপি গোলাম মর্তূজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।এমদাদুল হক মিলন/এএম/জেআইএম