দেশজুড়ে

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সামছুউদ্দীন সরদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ছেলে অজিয়ার সরদার (৩২)। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামছুউদ্দীন সরদার উপজেলার মুড়াকুলিয়া গ্রামের মৃত এলাহি বক্স সরদারের ছেলে।তালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বাবা-ছেলে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী জাতপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে আহতাবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান সামছুদ্দীন সরদার। তার ছেলে অজিয়ার তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম