দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বিষমিশ্রিত চা পান করে ভাই-বোনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে চা পাতার বদলে ভুলক্রমে দানাদার বিষ দিয়ে তৈরি করা চা পান করে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো হরিন্দা গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহান (৭) ও সোহানা (২)। এ ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে পড়েছে। তারা হলেন, জমিলা (৫০), সরুফা (৪০), সাবিনা (২৫) ও সাদিয়া (৫)। তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী জামেলা (৫০) বাড়িতে মেহমান আসলে চা তৈরির সময় চা পাতা না দিয়ে ভুলক্রমে দানাদার বিষ দিয়ে চা তৈরি করেন। সেই চা পরিবারের ছয়জন পান করেন। এসময় শিশু সোহান (৭) ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিকভাবে অন্যদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোহানা (২) মারা যায়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রফিকুল হক জাগো নিউজকে জানান, সকলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নেয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম জাগো নিউজকে জানান, ঘটনাটি সত্য। এ ঘটনায় অসুস্থ চারজন বর্তমানে হাসপাতালে ভর্তি।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।রবিউল এহসান রিপন/এআরএ/এমএএস