দেশজুড়ে

আশুগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ

ক্রিকেট খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংঘর্ষে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামের নিয়ামতের বাড়ির শিশুদের সঙ্গে বলাকালা বাড়ির শিশুদের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে বিকেল ৫টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় সংঘর্ষকারীরা। দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি