বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করার দায়ে ভৈরব রেলস্টশনে ১০৯৯ জন যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জরিমানা করা হয় ২ লাখ ২ হাজার ২৩৫ টাকা। লে রেলওয়ে সূত্র জানায়, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২টি আন্তঃনগর ট্রেনের বিনা টিকেটে ভ্রমণ যাত্রীদের কাছ এ জরিমানা আদায় করা হয়। ঢাকা - চট্রগ্রাম, ঢাকা- সিলেট, কিশোরগঞ্জ- ঢাকা গামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১ হাজার ৯৯ জন যাত্রীর কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। সূত্র আরও জানায়, রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত চলে। এসময় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টারসহ রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী, স্টেশনের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার অমৃত লাল জানান, ভ্রাম্যমাণ আদালতে বিনা টিকেটে যাত্রীদের জরিমানা নিয়মিত কাজ। প্রতিমাসেই এই ভ্রাম্যমান আদালত বসে বিনা টিকেটের যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। তাই যাত্রীদেরও সচেতন হতে হবে বলে তিনি জানান।আসাদুজ্জামান ফারুক/জেএইচ