দেশজুড়ে

ফরিদপুরে আত্মরক্ষায় ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ

যৌন হয়রানি থেকে রক্ষা পেতে ফরিদপুরে স্কুলের ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ দিচ্ছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।ইতোমধ্যেই ফরিদপুরের দুটি স্কুলের ৫০ জন মেয়েকে কারাতে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আর এ প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির ফরিদপুর সদর উপজেলায় দায়িত্বরত সমন্বয়কারী সানজিদা আক্তার। সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।‘কন্যা শিশুর বিয়ে নয়, তারা করবে বিশ্ব জয়’ স্লোগানকে ধারণ করে বাল্য বিবাহরোধে ফরিদপুর জেলায় কাজ করছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) নামে একটি প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটির উদ্যোগে স্থানীয় সপ্তগ্রাম স্বনির্ভর নারী পরিষদের কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এম এ আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পান্না বালা, কামরুজ্জামান সোহেল, আশিষ পোদ্দার বিমান, সেলিম মোল্লা প্রমুখ।শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির উপজেলা সমন্বয়কারী সানজিদা আক্তার জাগো নিউজকে বলেন, `নারীদের আত্মরক্ষার্থে ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় ও বায়তুল আমান স্কুলের ৫০ জন ছাত্রীকে কারাতে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামীতে আরো কয়েকটি স্কুলের ছাত্রীদের এ ধরনের প্রশিক্ষণ দেয়া হবে। কারাতে প্রশিক্ষণ দেবার কারণে মেয়েরা এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী।`এমজেড/একে/আরআই