নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় তাদের এইচএসসি পড়ুয়া মেয়ে মোসলেমা খাতুন (১৭) গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পার-কাসুন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন, আত্রাই উপজেলার পার-কাসুন্দা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক (৫৫) ও তার স্ত্রী রেখা বিবি (৩০)।আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় মোজাম্মেল হকের বাড়ির জানালায় বাঁধানো টিভির এন্টেনার তারসহ বাঁশ বিদ্যুতের তারের উপর ভেঙে ঘরের চালের ওপর পড়ে। এরপর বাড়ির সব স্থান বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় প্রথমে মোজাম্মেল হক টিভির তার মেরামত করতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী রেখা বিবি ও তার মেয়ে মোসলেমা খাতুনও আটকে পড়ে গুরুত্বর আহত হন।পরে গ্রামবাসীরা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৫টার দিকে স্বামী মোজাম্মেল ও তার স্ত্রী রেখা বিবি মারা যায়। এদিকে গুরুতর আহত অবস্থায় তাদের মেয়ে মোসলেমা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।এসএস/এমএএস/আরআই