আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ২০০১ সালে গ্যাস দেয়ার কথা বলে বিএনপি ভারতের সঙ্গে দালালি করে ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগ ভারতের দালাল নয়। বিএনপিই ভারতের দালাল।সোমবার দুপুরে বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে টিআর প্রকল্পের অর্থ বিতরণ ও উপজেলার বিভিন্ন গ্রামে পাঁচ শতাধিক নতুন সংযোগের শুভ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে এদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অথচ চক্রান্তকারীরা ৭৫’র ১৫ আগস্টের মতো হত্যাকাণ্ড ঘটানোর জন্য আবারও ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, বিএনপি এখন চোরাবালিতে আটকে গেছে। আগামী সংসদ নির্বাচনে নির্বাচন না করলে বিএনপি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা বুঝতে পেরেছে যারা এতিমের টাকা মেরে খায় এবং দেশের সম্পদ লুণ্ঠন করে তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। এটি বুঝতে পেরে তারা একের পর এক মিথ্যা নাটক করে যাচ্ছে।খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিরল উপজেলায় যে সড়ক ও জনপদের উন্নয়নের কাজ চলছে, এত বড় উন্নয়নের কাজ অবশ্যই বিরলের ইতিহাসে উন্নয়নের একটি নতুন দিগন্ত রচনা করবে। স্থল বন্দরটি পুরোপুরিভাবে চালু হলে এ উপজেলাটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নয়নশীল উপজেলা হিসাবে সুপরিচিতি লাভ করবে। উপাজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাংধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান, দিপবিস-১ এর জিএম কাজি মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসার রেজাউল করিম, ডিজিএম মোস্তাফিজার রহমান, সমবায় অফিসার আব্দুস সবুর, বিরল থানার ওসি আব্দুল মজিদ প্রমুখ। এমদাদুল হক মিলন/আরএআর/পিআর