দিনাজপুরের কাহারোলে ৩৫ হাজার টাকার জাল নোটসহ জিয়ারুল ইসলাম (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।আটক জিয়ারুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন আবাসনের মৃত আব্দুল জিলিমের ছেলে। তিনি পেশায় দর্জি।রোববার রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঘুঘুর বাজার নামকস্থানে নিজ দর্জি দোকান থেকে তাকে আটক করা হয়।কাহারোল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, দর্জি দোকানের আড়ালে জাল টাকার ব্যবসা চলছে এমন গোপন সংবাদে রোববার রাত ১০টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ঘুঘুর বাজারের জিয়ারুল ইসলামের দর্জি দোকানে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে তার দোকান থেকে ৩৫টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সোমবার দুপুুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।এমদাদুল হক মিলন/এআরএ/পিআর