দেশজুড়ে

হোলি উৎসবে বিজিবিকে মিষ্টি উপহার দিল বিএসএফ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে দোলযাত্রা (হোলি) উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে স্ব স্ব অবস্থান থেকে মিলে মিশে দায়িত্ব পালন করতে সোমবার সকালে হিলি সীমান্তের চেকপোস্ট শূন্য রেখায় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলম জানান, ভারতে দোলযাত্রা (হোলি) উৎসবের কারণে সে দেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) হিলির কোম্পানি কমান্ডার খাদ ডিবি মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতীয় এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের অনুরোধে ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে।এমদাদুল হক মিলন/এএম/এমএস