দেশজুড়ে

প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত : জাসদ নেতা কারাগারে

শেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা ও প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী জাসদ নেতা মো. খলিলুর রহমান খলিলকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মো. খলিলুর রহমান। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে বিচারিক হাকিম মো. মোমিনুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জাসদ নেতা খলিলুর রহমান গাজীর খামার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ মে সদর উপজেলার গাজীর খামার ইউপি নির্বাচনে জাসদ সমর্থিত মশাল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা করেন। এ সময় তিনি ও তার সমর্থকরা কেন্দ্রে ঢুকে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার মুহাম্মদ মঞ্জুরুল ইসলামের কাছে সাদা ব্যালট পেপার বই দাবি করেন। কিন্তু প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার বই দিতে অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান প্রার্থী খলিল তার শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করেন। একপর্যায়ে খলিলের লোকজন তার হাতের মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেয় এবং নির্বাচনী সরঞ্জাম ভাঙচুর করে।এ ঘটনায় প্রিসাইডিং অফিসার মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে খলিলুর রহমান ও তার ভাইসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ওই মামলায় অন্যরা জামিনে থাকলেও প্রধান আসামি খলিলুর রহমান এতদিন পলাতক ছিলেন। সোমবার আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।হাকিম বাবুল/এএম/এমএস