দেশজুড়ে

‘হিজরারা অসুস্থ নয়, শারীরিক প্রতিবন্ধী’

জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম বলেছেন, বাংলাদেশে হিজরা একটি আতঙ্কের নাম। আর এর জন্য আমরা দায়ী। আমরা তাদের ঘৃণার চোখে দেখি। তাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। শহরে তাদের অনেকের বহুতল বিশিষ্ট বাড়ি-ঘর রয়েছে। কিন্তু তাদের বাড়িতে থাকতে দেয়া হয় না। বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়া হয়। জন্মদাতা বাবা-মা বলে তোরা বাড়িতে আসিস না। তোরা বাসায় আসলে তোমাদের ভাই-বোনদের ভালো জায়গায় বিয়ে হবে না। অথচ তাদের কোনো দোষ নেই।সোমবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এক গণসংবর্ধনা অনষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, হিজরারা কোনো অসুস্থ মানুষ নয়, তারা শারীরক প্রতিবন্দী। তাদের মানুষ কাজ দেয় না, খেতে দেয় না। এই সুযোগ কাজে লাগিয়ে সমাজের উঁচু তলার অনেক মানুষ তাদের অন্যায় কাজ করতে বাধ্য করে। গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক শিল্পপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য  সচিব গোলাম নবী দুলালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ, আবুল কালাম আজাদ প্রমুখ।এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি