দেশজুড়ে

পটুয়াখালীতে শ্রমিককে গলা কেটে হত্যা

পটুয়াখালীর গলাচিপায় গাছ কাটা শ্রমিক ইলিয়াস খাঁকে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী দেলোয়ার দফাদারকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় পানপট্টি কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত ইলিয়াস খাঁ পানপট্টি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নিজাম উদ্দিন খাঁর ছেলে। ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের ঘটনা দেখে ফেলায় কৃষি ব্যাংকের নৈশপ্রহরী দেলোয়ার দফাদারকে কুপিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজ্জাক মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম