আন্তর্জাতিক

ইরাকে যাচ্ছে আরও ৩৩০ অস্ট্রেলীয় সৈন্য

ইসলামি স্টেট গ্রুপসহ জিহাদিদের দমনে স্থানীয় সৈন্যদের প্রশিক্ষণ দিতে তাদের আরও ৩৩০ জন সৈন্য ইরাকে যাচ্ছে। তারা দু`বছরের জন্য এ অঞ্চলে বিমান ও বিশেষ কন্টিনজেন্টের যুক্ত হবে। মঙ্গলবার অস্ট্রেলিয়া এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, বুধবার থেকে এসব সৈন্য মোতায়েন করা হবে এবং নিউজিল্যান্ডের ১শ’ সৈন্যের পাশাপাশি বাগদাদের উত্তরাঞ্চলীয় তাজির ঘাঁটি থেকে কার্যক্রম চালাবে। এসব সৈন্যের অধিকাংশই ব্রিসবনে সেনাবাহিনী সপ্তম ব্রিগেড ঘাঁটি থেকে যাচ্ছে।অ্যাবোট সাংবাদিকদের বলেন, তাদেরকে যুদ্ধমিশনের জন্য নয়, প্রশিক্ষণ মিশনের জন্য পাঠানো হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের যুদ্ধে ভূমিকা রাখার কোন ইচ্ছা নেই।আরএস/আরআইপি