রাজনীতি

নববর্ষে সাঈদ খোকন ও আনিসুল হকের শুভেচ্ছা

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও আনিসুল হক। মঙ্গলবার নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ শুভেচ্ছা জানান। এছাড়া সিটি নির্বাচনে নির্বাচিত হলে আধুনিক ঢাকা উপহার দেবেন বলেও প্রতিশ্রুতি দেন তারা।সাঈদ খোকন বলেন, নববর্ষের এই শুভলগ্নে নগরবাসী ও দেশবাসীকে জানাই শুভ নববর্ষ। আপনারা জানেন যে নববর্ষের এই সময়ে আমি ইলিশ মাছ নিয়ে নগরবাসীর দোয়া চাইতে এসেছি। আমরা নববর্ষকে ইলিশ-পান্তা দিয়ে বরণ করি, নতুন বছর শুরু করি। আমরা চাই মানুষের নতুন এই বছর শুভ হোক। আমি জরাজীর্ণ এই শহরকে বাসযোগ্য করে নগরবাসীকে উপহার দিতে চাই।ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক বলেন, একজন পরিবারের প্রধান যেভাবে শত ঝামেলা ও মতের অমিল সত্ত্বেও পরিবারকে সকল সমস্যা থেকে বাঁচিয়ে রাখে এবং পরিবারের বন্ধু হয়ে অভিভাবকের দায়িত্ব পালন করেন, আমিও তেমনি এই ঢাকাকে একটি পরিবারের মতো করে গড়ে তুলতে চাই।উল্লেখ্য, ঢাকা দক্ষিণে সাঈদ খোকন ও ঢাকা উত্তরে আনিসুল হক ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আসন্ন সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী।আরএস/আরআই