‘জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’ স্লোগান নিয়ে শরীয়তপুরে জেলা প্রশাসন ও নড়িয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলেদের সচেতনতা বৃদ্ধির জন্য শরীয়তপুরে পদ্মা নদীর ওয়াপদা ঘাট থেকে সুরেশ্বর মাছ ঘাট পর্যন্ত বর্ণাঢ্য নৌ-র্যালি বের করা হয়। পরে মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মৎস্যজীবী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) শওকত আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. কবির হোসেন, জেলা মৎস্য অফিসার কৃষিবিদ মো. আব্দুস ছালাম, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সর্কেল) আব্দুল হান্নান প্রমুখ।ছগির হোসেন/আরএআর/পিআর